নভেম্বর বিপ্লব : আমাদের সার্বভৌমত্বের রক্ষাকবচ
ড. আব্দুর রহমান সিদ্দিকী
ভূমিকা
কোন সমাজের অভ্যন্তরে তথা রাষ্ট্রের বিপুল সংখ্যাগরিষ্ঠ জনসাধারণের মধ্যে পুঞ্জীভূত ক্ষোভ বঞ্চনাবোধ দীর্ঘ শোষণ বঞ্চনা যখন নিপীড়নকারী শাসকগোষ্ঠীর দুঃশাসনের বিরুদ্ধে অনিরুদ্ধ গণরোষে পরিণত হয় এবং তা ক্ষমতাসীনদের সমূলে উৎখাতের মধ্য দিয়ে সামাজিক রাজনৈতিক রূপান্তরের পথ ধরে জনগণ যে নব রাজনৈতিক-সামাজিক অভিযাত্রার সূচনা করে তাকে বলা হয় বিপ্লব।