সন্ধ্যার আলো
কী অদ্ভুত সন্ধ্যার আলো!
সন্ধ্যার আলোতে হাসছে আমের মুকুল
ঘাড়টা একটু কাত করে দেখছে নারকেল গাছগুলো
ভারিক্কি চালে এদের মুগ্ধতা দেখছে বটগাছটা।
চোখাচোখি চলছে সজনে ফুল ও পাথর কুচি ফুলের।
একটু অভিমান চলছে জাম গাছ আর পেয়ারা গাছের।
চলছে প্রকৃতির নিস্তব্ধ প্রেম পথিকের চোখ এড়িয়ে ।