মিথ্যার সাথে বসবাস
ওয়াহিদ জামান
মিথ্যা বলি প্রতিদিন
মিথ্যা শুনি প্রতিক্ষণ
মিথ্যা লিখি প্রতিনিয়ত
মিথ্যা পড়ি প্রতিমূহুর্তে।
মিথ্যার ছড়াছড়ি মোবাইলে
মিথ্যার গড়াগড়ি ফেসবুকে
মিথ্যার জড়াজড়ি পত্রিকার পাতায় পাতায়
মিথ্যার হুড়োহুড়ি টিভি সংবাদের পরতে পরতে।
মিথ্যা বলেন ছাত্র
মিথ্যা বলেন শিক্ষক
মিথ্যা বলেন প্রজা
মিথ্যা বলেন রাজা।
প্রেমের নামে মিথ্যা
সেবার নামে মিথ্যা
যেন সত্য গেছে পরবাস
তাই মিথ্যার সাথে বসবাস।
আমায় বোবা বানাও প্রভু
যেন মিথ্যা বলতে না পারি
যেন মিথ্যা পড়তে না পারি।
আমায় পঙ্গু করে দাও মালিক
যেন মিথ্যা লিখতে না পারি
যেন মিথ্যার ডাকে স্তব্ধ থাকি।
আমাকে বধির করে দাও
যেন মিথ্যা না শুনতে হয়
মিথ্যা আর ভালো লাগেনা।
শুধু চোখ দুটি ভালো রেখো মাবুদ
চোখতো আর মিথ্যা দেখেনা
ক্ষমা করো, বাঁচাও, বাঁচাও, বাঁচাও।
ওয়াহিদ জামান
মিথ্যা বলি প্রতিদিন
মিথ্যা শুনি প্রতিক্ষণ
মিথ্যা লিখি প্রতিনিয়ত
মিথ্যা পড়ি প্রতিমূহুর্তে।
মিথ্যার ছড়াছড়ি মোবাইলে
মিথ্যার গড়াগড়ি ফেসবুকে
মিথ্যার জড়াজড়ি পত্রিকার পাতায় পাতায়
মিথ্যার হুড়োহুড়ি টিভি সংবাদের পরতে পরতে।
মিথ্যা বলেন ছাত্র
মিথ্যা বলেন শিক্ষক
মিথ্যা বলেন প্রজা
মিথ্যা বলেন রাজা।
প্রেমের নামে মিথ্যা
সেবার নামে মিথ্যা
যেন সত্য গেছে পরবাস
তাই মিথ্যার সাথে বসবাস।
আমায় বোবা বানাও প্রভু
যেন মিথ্যা বলতে না পারি
যেন মিথ্যা পড়তে না পারি।
আমায় পঙ্গু করে দাও মালিক
যেন মিথ্যা লিখতে না পারি
যেন মিথ্যার ডাকে স্তব্ধ থাকি।
আমাকে বধির করে দাও
যেন মিথ্যা না শুনতে হয়
মিথ্যা আর ভালো লাগেনা।
শুধু চোখ দুটি ভালো রেখো মাবুদ
চোখতো আর মিথ্যা দেখেনা
ক্ষমা করো, বাঁচাও, বাঁচাও, বাঁচাও।