অবিরাম যুদ্ধ
ওয়াহিদ জামান
জেগে গেছে বাংলাদেশী
জাগছে ক্রিকেটার,
ভারত চক্রের রেহাই নেইকো
জাগলে পিকেটার।
দেশকে ধ্বংসের স্বপ্ন তাদের
সফল হবার নয়,
রক্ত দিয়েছি আরো দিবো
করি নাতো ভয়।
বৃটিশ পালায় ব্যাবসা ছেড়ে
ব্যর্থ জীবন নিয়ে,
পাকসেনারাও গেলো চলে
অস্ত্র জমা দিয়ে।
ভারতীয় দালাল চক্রের
আর হবেনা ছাড়,
যেথায় পাবে সেথায় তাদের
মটকে দিবে ঘাড়।
যতই দাপট দেখাও তোমরা
একদিন হবে ক্ষয়,
অবশেষে নিশ্চয় দেখবে
মানবতার জয়।
ওয়াহিদ জামান
জেগে গেছে বাংলাদেশী
জাগছে ক্রিকেটার,
ভারত চক্রের রেহাই নেইকো
জাগলে পিকেটার।
দেশকে ধ্বংসের স্বপ্ন তাদের
সফল হবার নয়,
রক্ত দিয়েছি আরো দিবো
করি নাতো ভয়।
বৃটিশ পালায় ব্যাবসা ছেড়ে
ব্যর্থ জীবন নিয়ে,
পাকসেনারাও গেলো চলে
অস্ত্র জমা দিয়ে।
ভারতীয় দালাল চক্রের
আর হবেনা ছাড়,
যেথায় পাবে সেথায় তাদের
মটকে দিবে ঘাড়।
যতই দাপট দেখাও তোমরা
একদিন হবে ক্ষয়,
অবশেষে নিশ্চয় দেখবে
মানবতার জয়।