তোমার আমার আকাশ
ওয়াহিদ জামান
আমার আকাশ তারা ভরা
মিটি মিটি জ্বলে,
তোমার আকাশ আঁধার ঘেরা
মেঘ যে দলে দলে।
আমার আকাশ পাহারা দেয়
ময়না টিয়ার ঝাঁক,
তোমার আকাশ চিল শকুনের
রাজা সেথায় কাক।
আমার ঘরে আসলে তোমায়
দিবো তারার মালা,
সুখের ভেলায় ভাসবে তুমি
ভুলে দুঃখ-জ্বালা।
তবুও কেনো চাওনা তুমি
আমার কাছে আসতে,
মনটা উদার করে আমায়
একটু ভালোবাসতে?
ওয়াহিদ জামান
আমার আকাশ তারা ভরা
মিটি মিটি জ্বলে,
তোমার আকাশ আঁধার ঘেরা
মেঘ যে দলে দলে।
আমার আকাশ পাহারা দেয়
ময়না টিয়ার ঝাঁক,
তোমার আকাশ চিল শকুনের
রাজা সেথায় কাক।
আমার ঘরে আসলে তোমায়
দিবো তারার মালা,
সুখের ভেলায় ভাসবে তুমি
ভুলে দুঃখ-জ্বালা।
তবুও কেনো চাওনা তুমি
আমার কাছে আসতে,
মনটা উদার করে আমায়
একটু ভালোবাসতে?