রমযান
তোরাব আল হাবীব

এইমাস সিয়ামের,
সেজদা ও ক্বিয়ামের।
:

এইমাস তারাবির,
নয় খুন খারাবির।
:
এইমাস ক্বদরের,
বিপ্লবী বদরের।
:
এইমাস শুদ্ধের,
সংযমী যুদ্ধের।
:
এইমাস সোয়াবের,
নয় ঘুম খোয়াবের।
:
এইমাস মুক্তির,
জান্নাতী চুক্তির।
:
এইমাস মাফিদের,
নয় কোনো পাপীদের।
:
ভালোকাজ লালনের,
এতেক্বাফ পালনের।

ফেসবুকে অগ্নিগিরি

সংবাদপত্র

পত্রিকার কলামসমূহ

বাংলা সাময়িকী

রবীন্দ্র রচনাবলী

নজরুল রচনাবলী

টেলিভিশন

জনপ্রিয় ওয়েবসাইট সমূহ

অনলাইন রেডিও