ঢাকার ঈদ
ওয়াহিদ জামান
ঈদের ঢাকা, ফাকা ফাকা
একলা শুয়ে আছি,
কল্পনাতে জল্পনাতে
গ্রামে চলে গ্যাছি।
সকাল হতে ঈদগাহেতে
থাকতো অনেক কাজ,
ফুল টানানো, রং লাগানো
হরেক রকম সাজ।
পুকুর জুড়ে ভেলায় চড়ে
গোসল করতো সবে,
মুরুব্বিরা বলতো এসে
মাঠে যাবে কবে?
নামাজ শেষে বাবা যেতেন
দাদার কবর পাশে,
আমি থাকতাম তারই কাছে
মুচকি মুচকি হেসে।
দু°হাত তুলে মোনাজাতে
কাঁদতেন বাবা যখন,
বুঝতাম নাতো কেন তিনি
এমন করেন তখন।
তারপর হতো বাড়ী বাড়ী
ঘুরে ঘুরে খাওয়া,
বিকাল হলেই মায়ের সাথে
নানার বাড়ী যাওয়া।
এখনতো আর সেই আনন্দ
পাইনা খুজে আমি,
আমার অতীত দাও ফিরিয়ে
ওহে অন্তর্যামী।
ওয়াহিদ জামান
ঈদের ঢাকা, ফাকা ফাকা
একলা শুয়ে আছি,
কল্পনাতে জল্পনাতে
গ্রামে চলে গ্যাছি।
সকাল হতে ঈদগাহেতে
থাকতো অনেক কাজ,
ফুল টানানো, রং লাগানো
হরেক রকম সাজ।
পুকুর জুড়ে ভেলায় চড়ে
গোসল করতো সবে,
মুরুব্বিরা বলতো এসে
মাঠে যাবে কবে?
নামাজ শেষে বাবা যেতেন
দাদার কবর পাশে,
আমি থাকতাম তারই কাছে
মুচকি মুচকি হেসে।
দু°হাত তুলে মোনাজাতে
কাঁদতেন বাবা যখন,
বুঝতাম নাতো কেন তিনি
এমন করেন তখন।
তারপর হতো বাড়ী বাড়ী
ঘুরে ঘুরে খাওয়া,
বিকাল হলেই মায়ের সাথে
নানার বাড়ী যাওয়া।
এখনতো আর সেই আনন্দ
পাইনা খুজে আমি,
আমার অতীত দাও ফিরিয়ে
ওহে অন্তর্যামী।