বর্ষা
ওয়াহিদ জামান

বর্ষা, বর্ষা, বর্ষা,
আকাশ নয়তো ফর্সা
ঘন কালো মেঘে আকাশ,
এলোমেলো বয় ঠান্ডা বাতাস
বিদ্যুৎ চমক আর বজ্রের হুংকার,
মানব মনে হয় ভীতির সঞ্চার

বর্ষা, বর্ষা, বর্ষা,
নেমে পড়ে হরষা
খাল-বিল, মাঠ-ঘাটে পানির মেলা,
সূর্য যেন আজ করছে হেলা
রাস্তা ঘাট পিচ্ছিল কর্দমাক্ত,
সে বলছেআমি শক্তের ভক্ত

বর্ষা, বর্ষা, বর্ষা,
কৃষক মনের ভরসা
সারাদিন সবে করছে রোপন,
আউস, বোরো আর নতুন আমন
দুচোখে দেখি সবুজপাতা,
পেয়েছে ফিরে সজীবতা

ফেসবুকে অগ্নিগিরি

সংবাদপত্র

পত্রিকার কলামসমূহ

বাংলা সাময়িকী

রবীন্দ্র রচনাবলী

নজরুল রচনাবলী

টেলিভিশন

জনপ্রিয় ওয়েবসাইট সমূহ

অনলাইন রেডিও