ষোলই ডিসেম্বর 
ওয়াহিদ জামান
 
মুক্তিসেনা        পণ ভাঙ্গে না
আনবে বিজয় তারা,
ভোর বিহনে         রণাঙ্গনে
রুখবে তাদের কারা?

আসছে দামাল    করছে সামাল
দেখবি তোরা আয়,
টগবগিয়ে      ঝনঝনিয়ে
সামনে তারা যায়।

জাগছে প্রবীণ     আসছে নবীন
হাঁকিয়ে তাদের রথ,
পাক সেনারা       আর পাবিনা
পালিয়ে যাবার পথ।

এই শপথে       মরবে পথে
ফিরবে নাতো ঘরে,
অবশেষে      বিজয় আসে
ষোলই ডিসেম্বরে।

ফেসবুকে অগ্নিগিরি

সংবাদপত্র

পত্রিকার কলামসমূহ

বাংলা সাময়িকী

রবীন্দ্র রচনাবলী

নজরুল রচনাবলী

টেলিভিশন

জনপ্রিয় ওয়েবসাইট সমূহ

অনলাইন রেডিও