তবুও গ্রেফতার


পরেছে শাড়ি       সেজেছে গাড়ি
নেই অনুমতি
সরকারী বীর      করেছে ভীড়
বাড়ায় দূর্গতি।

নেত্রী সেনা      তুলেছে ফণা
বিষাক্ত এক সাপ,
করবে দংশন       মরবে জনগণ
এটাই কি সংলাপ?

এটা গণতন্ত্র       নাকি স্বৈরতন্ত্র
জানে না মানুষ,
নাশকতার গন্ধ       করছে অফিস বন্ধ
নেতারা বেহুশ।

আইনের ফাঁদে        গণতন্ত্র কাঁদে
অনড় সংবিধান,
মানুষ মিছে       দেশ যে পিছে
নেত্রীই প্রধান।

পতাকা সাথে       লাঠি হাতে
নেমেছে সরকার,
বিরোধী বলে       নিরস্ত্র চলে
তবুও গ্রেফতার।

ফেসবুকে অগ্নিগিরি

সংবাদপত্র

পত্রিকার কলামসমূহ

বাংলা সাময়িকী

রবীন্দ্র রচনাবলী

নজরুল রচনাবলী

টেলিভিশন

জনপ্রিয় ওয়েবসাইট সমূহ

অনলাইন রেডিও