কুরবানি দে
ওয়াহিদ জামান
আত্নত্যাগের দীক্ষা নিয়ে
এলো যে আযহা,
কুরবানি দে ভুলে গিয়ে
সকল অনীহা।
কুরবানিতো ইব্রাহিমের
পরীক্ষার ফসল,
কুরবানি দে হতে চাইলে
জীবনে সফল।
কুরবানিতে আছেরে ভাই
খোদায়ী সন্তোষ,
কুরবানি দে বিধান মতো
করিস নারে দোষ।