মা
ওয়াহিদ জামান
মাকে ভালোবাসতে আমার
দিবস লাগেনা,
মা তো আমার দুঃখ সুখের
নিত্য ঠিকানা।
ওয়াহিদ জামান
মাকে ভালোবাসতে আমার
দিবস লাগেনা,
মা তো আমার দুঃখ সুখের
নিত্য ঠিকানা।
মায়ের কাছেই বড় হওয়া
মায়ের হাতে খাওয়া,
মায়ের কাছেই অফুরন্ত
ভালোবাসা পাওয়া।
ছোট্ট বেলায় মায়ের কাছেই
কাটতো সারা রাত,
খাওয়া শেষেই আঁচল দিয়ে
মুছতাম ভেঁজা হাত।
আমার কষ্টে মায়ের চোখে
আসতো চলে পানি,
সুখের বেলায় মায়ের হাসি
জুড়াতো বুক খানি।
মায়ের আদর বাবার শাসন
ভুলে যাবার নয়,
তাদের ভালোবেসে আমি
জান্নাত করবো জয়।
মায়ের হাতে খাওয়া,
মায়ের কাছেই অফুরন্ত
ভালোবাসা পাওয়া।
ছোট্ট বেলায় মায়ের কাছেই
কাটতো সারা রাত,
খাওয়া শেষেই আঁচল দিয়ে
মুছতাম ভেঁজা হাত।
আমার কষ্টে মায়ের চোখে
আসতো চলে পানি,
সুখের বেলায় মায়ের হাসি
জুড়াতো বুক খানি।
মায়ের আদর বাবার শাসন
ভুলে যাবার নয়,
তাদের ভালোবেসে আমি
জান্নাত করবো জয়।