কাবার ঘরে
ওয়াহিদ জামান


পাগলা হাওয়া, পাগলা হাওয়া - আমায় নিয়ে যারে,
মন পাখিটা যেতে চায় যে - ঐসে কাবার ঘরে।।

যেথায় আছে হাজরে আসওয়াদ - কালো পাথর ওরে,
সেথায় নিয়ে যারে তোরা - গুনাহ মাফের তরে।।
হাজির হাজির বলবো আমি-(২) কাবা ঘুরে ঘুরে।
মন পাখিটা যেতে চায় যে.....ঐ

সাফা মারওয়া সায়ী করবো - মাথার কাপড় ফেলে,
যেমন হাজরা করেছিল - দূরে রেখে ছেলে।।
মিনায় যাবো পাথর মারবো-(২) ইবলিশ শয়তান টারে।
মন পাখিটা যেতে চায় যে.....ঐ

বিদায় হজের সেই সে ভাষণ - আর পাবো না কভু,
তবু যাবো আরাফাতে - বলতে হাজির প্রভু।।
মদীনাতে সালাম দিবো-(২) রাসুল পাকের দ্বারে।
মন পাখিটা যেতে চায় যে.....ঐ

ফেসবুকে অগ্নিগিরি

সংবাদপত্র

পত্রিকার কলামসমূহ

বাংলা সাময়িকী

রবীন্দ্র রচনাবলী

নজরুল রচনাবলী

টেলিভিশন

জনপ্রিয় ওয়েবসাইট সমূহ

অনলাইন রেডিও