চরম গরম
ওয়াহিদ জামান


পড়ছে গরম
লাগছে চরম
পুড়ছে দেহের চামড়া,

হালকা কামে
ভিজছি ঘামে
যেন সিদ্ধ আমড়া।

জৈষ্ঠ্যের দুপুর
হাঁপায় কুকুর
দম যেন যায় উড়ে,

গাছের ছায়ায়
শীতল মায়ায়
হৃদয় যায়গো জুড়ে।

লজ্জা শরম
হচ্ছে নরম
পুরুষ উদোম গায়ে,

তালের পাখা
হাতে রাখা
নারী নগ্ন পায়ে।

পুকুর পেলে
দুষ্ট ছেলে
দিচ্ছে তাতে ঝাপ,

লেবুর পানি
দিচ্ছে নানী
তরমুজ আনে বাপ।

আম কাঁঠালে
লিচুর ডালে
গ্রীষ্ম দেয় যে সাড়া,

জামরুল তালে
জাম ও বেলে
জাগায় ফলের পাড়া।

ফেসবুকে অগ্নিগিরি

সংবাদপত্র

পত্রিকার কলামসমূহ

বাংলা সাময়িকী

রবীন্দ্র রচনাবলী

নজরুল রচনাবলী

টেলিভিশন

জনপ্রিয় ওয়েবসাইট সমূহ

অনলাইন রেডিও