রোহিঙ্গা নয় মানুষ
ওয়াহিদ জামান
ক্ষুুধার্ত ঐ মানুষগুলো
ভাসছে সাগর বুকে,
এমন করে অসহায়রা
মরবে ধুকে ধুকে?
মানবতার ব্যবসায়ীরা
গেল কোথায় এখন,
সর্দি-জ্বরে বিবৃতি দেয়
যারা যখন তখন।
সবাই তাদের তাড়িয়ে দেয়
নির্দয় কঠিন ভাবে,
তীরে ভীড়লে ওরা নাকি
লুটে পুটে খাবে।
রোহিঙ্গা নয় মানুষ ওরা
ভাবছে নাতো কেহ,
মুসলিমরাও গেছে ভুলে
একটাই তাদের দেহ।
আল্লাহ খোদা চেয়ে দেখো
তাদের চোখের পানি,
আকাশ থেকে অনেক বড়
তোমার দয়া জানি।
পাঠিয়ে দাও শাসক ওমর
ভাবতে সবার কথা,
কুকুর মরলেও যার মনে
লাগবে বড়ই ব্যথা।
ওয়াহিদ জামান
ক্ষুুধার্ত ঐ মানুষগুলো
ভাসছে সাগর বুকে,
এমন করে অসহায়রা
মরবে ধুকে ধুকে?
মানবতার ব্যবসায়ীরা
গেল কোথায় এখন,
সর্দি-জ্বরে বিবৃতি দেয়
যারা যখন তখন।
সবাই তাদের তাড়িয়ে দেয়
নির্দয় কঠিন ভাবে,
তীরে ভীড়লে ওরা নাকি
লুটে পুটে খাবে।
রোহিঙ্গা নয় মানুষ ওরা
ভাবছে নাতো কেহ,
মুসলিমরাও গেছে ভুলে
একটাই তাদের দেহ।
আল্লাহ খোদা চেয়ে দেখো
তাদের চোখের পানি,
আকাশ থেকে অনেক বড়
তোমার দয়া জানি।
পাঠিয়ে দাও শাসক ওমর
ভাবতে সবার কথা,
কুকুর মরলেও যার মনে
লাগবে বড়ই ব্যথা।