ভুল ও ক্ষমা
ওয়াহিদ জামান


ভুল করে শয়তানে
ক্ষমা নাহি চায়,
যুক্তি দেখিয়ে সে
মহা শাস্তি পায়।

মানুষের ভুল হলে
ক্ষমার কথা কয়,
যুক্তি দিলে পরে
শয়তান হতে হয়।

আমার ভুলের দেখি
নাহি সীমানা,
ক্ষমা চাই বারে-বার
তবু থামে না।

ক্ষমাশীল আল্লাহগো
মাফ করো আমায়,
দেখিয়ে দিও ভয়
খারাপের বেলায়।

ফেসবুকে অগ্নিগিরি

সংবাদপত্র

পত্রিকার কলামসমূহ

বাংলা সাময়িকী

রবীন্দ্র রচনাবলী

নজরুল রচনাবলী

টেলিভিশন

জনপ্রিয় ওয়েবসাইট সমূহ

অনলাইন রেডিও