হ্যাঁ বন্ধু এবং হায়রে বন্ধু

যারা বন্ধুর উপকারে নিজেদের স্বার্থকে জলাঞ্জলী দিয়েও সন্তুষ্ট থাকে তাদের কে বলতে হয, হ্যাঁ বন্ধু তোমরা বিজয়ী হয়েছ আরো অনেক বিজয় অপেক্ষা করছে তোমাদের জন্য তোমাদের মানষিকতা তোমাদের পৌঁছে দিবে সাফল্যের স্বর্ণশিখরে অপরের উপকারে মানষিক যে তৃপ্তি......... তা লিখে শেষ করা যাবেনা কোন দিন অনুভব করছো তো?
আর যারা বন্ধুর বিপদেও নিজেদের সামান্য স্বার্থকে বিসর্জন দিতে পারোনি তাদের কে বলতে হয়, হায়রে বন্ধু এমন তো হওয়ার কথা ছিল না তোমাদের বিপদে কী কোন বন্ধু এগিয়ে আসেনি? হয়তো বলবেআমি কোনদিন বিপদে- পড়িনি তবে সামনে বিপদ যে আসবে না, সে গ্যারান্টি কী দিতে পারবে? যাক সে কথা তারপরও বলবো ফিরে আসো বন্ধু আগের মতো করে অশ্রু টলমল আখি আর এক চিলতে হাসিতে বরণ করে নিব তোমায়

ফেসবুকে অগ্নিগিরি

সংবাদপত্র

পত্রিকার কলামসমূহ

বাংলা সাময়িকী

রবীন্দ্র রচনাবলী

নজরুল রচনাবলী

টেলিভিশন

জনপ্রিয় ওয়েবসাইট সমূহ

অনলাইন রেডিও