ছয় ঋতু
ওয়াহিদ জামান


দু’মাস পর পর ঋতু বদলায়,
তাইতো ছয় ঋতু এই বাংলায়।
বৈশাখ জৈষ্ঠ্যে গ্রীষ্ম আসে,
কাঠফাটা রোদ চারিপাশে।
আষাঢ় শ্রাবণ বর্ষা দিনে,
টাপুর টুপুর চালের টিনে।
ভাদ্র আশ্বিন শরৎ কালে,
সাদা মেঘ আর কাশফুল দোলে।
কার্তিক অঘ্রাণ মাস এলে তাই,
হেমন্ত ধানে নাই ঠাঁই নাই।
পৌষ মাঘ শীতকাল ঠাণ্ডায় ভরা,
ধরা তখন জ্বরা-মরা।
ফাল্গুন চৈত্রে হয় বসন্ত,
সবুজ ভরা দিক দিগন্ত।
মুগ্ধতার যে নাই কোন শেষ,
হরেক রূপের এই বাংলাদেশ।

ফেসবুকে অগ্নিগিরি

সংবাদপত্র

পত্রিকার কলামসমূহ

বাংলা সাময়িকী

রবীন্দ্র রচনাবলী

নজরুল রচনাবলী

টেলিভিশন

জনপ্রিয় ওয়েবসাইট সমূহ

অনলাইন রেডিও