ফেলানী
ওয়াহিদ জামান


ফেলানীরে ফেলানী
আমরা তোমায় ভুলিনি
বিচার একদিন হবে,

কাঁটাতারে ঝুলছে দেশ
নির্যাতনের নাইকো শেষ
তিমির কাটবে কবে?

সীমান্তের বাড়াবাড়ি
জল নিয়ে কাড়াকাড়ি
আর কতো ছলনা,

মাদকের ছড়াছড়ি
মরনাস্ত্রের নাই জুড়ি
বন্ধ কি হবে না?

ছিটমহল বিনিময়ে
পাশের মানচিত্র জয়ে
পটু অনেক দাদা,

পাবে না ক্ষমা তুমি
মুক্ত হবেই এই ভূমি
মরবি হারামজাদা।

ফেসবুকে অগ্নিগিরি

সংবাদপত্র

পত্রিকার কলামসমূহ

বাংলা সাময়িকী

রবীন্দ্র রচনাবলী

নজরুল রচনাবলী

টেলিভিশন

জনপ্রিয় ওয়েবসাইট সমূহ

অনলাইন রেডিও