আমার ছড়া
কামাল খাঁ
আমার ছড়ায় গন্ধ পাবে
আমার ছড়ায় ছন্দ,
আমার ছড়ায় ছড়িয়ে আছে
কত্ত যে আনন্দ!
আমার ছড়ায় ভোরের পাখি
আরও দীঘির জল,
ছড়ার ভেতর ঝরতে থাকে
ঝর্ণা কলকল।
ছড়ার ভেতর খোকাখুকি
আছে টিনের বাঁশি,
আরও আছে দস্যি মেয়ের
ফোকলা দাঁতের হাসি।
আমার ছড়ায় পলাশ ফোটে
কদম কেয়ার থোকা
ছড়ার ভেতর লুকিয়ে থাকে
অবাধ্য সব খোকা।
আমার ছড়ায় আড্ডামারে
মানুষ পাখি ফুল,
মাঝে মাঝে একটু থাকে
ছড়ার ভাষায় হুল!
আমার ছড়ায় রোদ বৃষ্টি
আমার ছড়ায় হাসি,
আমার ছড়ায় আছে ও ভাই
ভালোবাসাবাসি।