ভালোবাসা
ওয়াহিদ জামান
চোখ দুটি ছলছল
জল দেখি টলমল
এই বুঝি নামবে ঝর্ণাধারা,
দৃষ্টিতে ভালো লাগা
ভেবে ভেবে রাত জাগা
স্বপ্নালু মন তাই পাগলপারা।
কি খাওয়া কিযে নাওয়া
আনমনে গান গাওয়া
উস্কো খুস্কো আগোছালো সব,
সারাদিন শুয়ে শুয়ে
ছড়া কাটি কার হয়ে
ভালো লাগে বৃষ্টির ঝুমঝুম রব।
পাখিদের কিচির মিচির
ঘাসের ডগার ঐ শিশির
আরো চাই চাঁদনী রাতের আলো
এই আমার ভালোবাসা
প্রেম দিবো ঠাসা ঠাসা
দেখতে চাই তুমি- কতই ভালো।
ভালোবাসার কে মালিক
ময়না, টিয়া না শালিক?
জান-প্রাণ-পাখি বলে অনেকজন,
সৃষ্টিতে যিনি আমার
রূপ গড়লেন তিনি তোমার
তাই দিলাম তাকেই আমার এই মন।
ওয়াহিদ জামান
চোখ দুটি ছলছল
জল দেখি টলমল
এই বুঝি নামবে ঝর্ণাধারা,
দৃষ্টিতে ভালো লাগা
ভেবে ভেবে রাত জাগা
স্বপ্নালু মন তাই পাগলপারা।
কি খাওয়া কিযে নাওয়া
আনমনে গান গাওয়া
উস্কো খুস্কো আগোছালো সব,
সারাদিন শুয়ে শুয়ে
ছড়া কাটি কার হয়ে
ভালো লাগে বৃষ্টির ঝুমঝুম রব।
পাখিদের কিচির মিচির
ঘাসের ডগার ঐ শিশির
আরো চাই চাঁদনী রাতের আলো
এই আমার ভালোবাসা
প্রেম দিবো ঠাসা ঠাসা
দেখতে চাই তুমি- কতই ভালো।
ভালোবাসার কে মালিক
ময়না, টিয়া না শালিক?
জান-প্রাণ-পাখি বলে অনেকজন,
সৃষ্টিতে যিনি আমার
রূপ গড়লেন তিনি তোমার
তাই দিলাম তাকেই আমার এই মন।