সংকল্প
ওয়াহিদ জামান
আল্লার হুকুম মানবো সবাই
থাকবো ভালো কাজে,
মন্দ থেকে আসবো ফিরে
জীবনের সব সাজে।
নামাজ কায়েম করবো মোরা
রোযা করবো আদায়,
যাকাত দিবো গরীব-দুখির
মহৎ হবে হৃদয়।
ভালো কাজের দিবো আদেশ
নিষেধ খারাপ কাজের,
সম্পদ থাকলে মক্কায় গিয়ে
বলবো আমি হাজের।
আখিরাতে পাই যেন ভাই
জান্নাতের মহা সুখ,
দেখতে যেন না হয় মোদের
জাহান্নামের ঐ দুখ।
ওয়াহিদ জামান
আল্লার হুকুম মানবো সবাই
থাকবো ভালো কাজে,
মন্দ থেকে আসবো ফিরে
জীবনের সব সাজে।
নামাজ কায়েম করবো মোরা
রোযা করবো আদায়,
যাকাত দিবো গরীব-দুখির
মহৎ হবে হৃদয়।
ভালো কাজের দিবো আদেশ
নিষেধ খারাপ কাজের,
সম্পদ থাকলে মক্কায় গিয়ে
বলবো আমি হাজের।
আখিরাতে পাই যেন ভাই
জান্নাতের মহা সুখ,
দেখতে যেন না হয় মোদের
জাহান্নামের ঐ দুখ।