একুশ নয়তো আট
ওয়াহিদ জামান


ফেব্রুয়ারির একুশ তারিখ
ইংরেজি এক নাম,
জীবন দিলো বাংলার তরে
এই কী তাহার দাম?

ফাল্গুন মাসের আট তারিখে
সব বাঁধন ছিড়ে,
রক্ত দিলো দেশ জনতা
রাজপথের ভিড়ে।

ফাগুন এলে আগুন জ্বলে
মায়ের ভাষা কই?
বিদ্যালয়ে নেইতো এখন
বাংলা ভাষার বই।

উর্দু ছেড়ে হিন্দি ধরে
মডার্ণ শিশুর দল,
টিভি দেখে শিখছে তারা
দাদা বাবুর ছল।

পরের ভাষায় বিচার চলে
আদালত পাড়ায়,
ব্যঙ্গ বাংলা দেখছি কেন
কবিতা ছড়ায়।

রেডিওতে আজব বাংলা
শুনছি আমরা সব,
এফএম জুড়ে জকিদের ঐ
নষ্ট কলোরব।

ফেব্রুয়ারি বাতিল করে
বলো সব ফাগুন,
একুশ নয়তো আট তারিখে
উৎসবে জাগুন।
ভাষা সৈনিক
ওয়াহিদ জামান


ভাষা সৈনিক
ঋণী দৈনিক
দিয়ে গেলে রাষ্ট্রভাষা,

ভাষার বড়াই
করে লড়াই
পেলাম শেষে মাতৃভাষা।

রক্ত ঝিলে
জীবন দিলে
উঁচু রাখলে বাংলা ভাষা,

সালাম-শফিক
বরকত-রফিক
তোমরাই মুক্তির আলো আশা।

যাদের জন্য
বাংলা ধন্য
তাদের তরে ভালোবাসা,

বই পড়াতে
সই করাতে
সবখানে চাই মায়ের ভাষা।
মায়ের ভাষা
ওয়াহিদ জামান


মায়ের ভাষা
ভালোবাসা
এই ভাষাতেই কান্না হাসা।


আমার ভাষা
বলছে চাষা
বাংলা আমার সবচে খাসা।


মনের আশা
স্বপ্ন ঠাসা
লিখতে পড়তে বাংলা ভাষা।


পরের ভাষা
সর্বনাশা
বাংলাকে চাই রাষ্ট্রভাষা।
প্রেমের জগৎ
ওয়াহিদ জামান


ভালোবাসা এক জটিল রোগ
প্রেমিক যুগল রোগী,
টিন এজের পোলাপানেরা
ইহার ভুক্তভোগী।


ভার্সিটিতে ছড়ায় এ রোগ
কলেজ থেকেই শুরু,
কেউবা রোগী স্কুল থেকেই
যারা প্রেমের গুরু।


মডার্ণ যুগে ছড়ায় আবার
ফেসবুক-টুইটার থেকে,
মোবাইল আরো সহজ তাই
গেছে তারা পেঁকে।


পার্কে পার্কে ঘুরে তারা
ডেটিং করার জন্য,
সিনেমা দেখতে হলে যায়
কিস করে হয় ধন্য।


চৌদ্দই ফেব্রুয়ারি তাদের
জাতীয় দিবস হয়,
এদিন তারা মনের সুখে
সারাদিন বাইরে রয়।


নিয়ত যদি শুদ্ধ থাকে
বিবাহ হয় শেষে,
নইলে তারা ঘুরে বেড়ায়
পাগলা দেবদাস বেশে।


এইতো হলো প্রেমের জগৎ
সবাই এর বাসিন্দা,
কেউ জড়িত সরাসরি
কারো শুধুই ধান্দা।
ফাগুন
ওয়াহিদ জামান


আসছে ধরায় ফাগুন
জীর্ণতা সব ভাগুন
জ্বলবে রঙের আগুন
পুড়বে নষ্ট বাগুন
যতই আপনি রাগুন
তাই বলি সব জাগুন
উঠে পড়ে লাগুন
আসছে ফুলের ফাগুন।
প্রেমিক বচন
ওয়াহিদ জামান 


স্বৈরাচারী পিতা মাতার
নাইতো অধিকার,
যখন তখন নষ্ট করবে
প্রেমের স্বাধিকার।


প্রেম কে তোমরা ভাবছো বুঝি
নতুন আবিস্কার,
প্রেমতো ছিল আগে থেকেই
বিষয় পরিস্কার। 


প্রেমের পথে আসবে বাধা
আসতে পারে ঝড়,
সহজ নয় উড়িয়ে দেয়া
নয়তো এটা খড়। 


হৃদয় বন্ধন মজবুত থাকলে
নাইকো তাদের ভয়,
যুদ্ধ শেষে নিশ্চয় একদিন
হবে প্রেমের জয়।


এসব হলো প্রেমিক বচন
আসল কথা নয়,
প্রেমের সংসার সুখি হয়না
বিজ্ঞ জনে কয়।

হলুদ খামে
ওয়াহিদ জামান


হলুদ একটা খামে
চন্দ্র তারার দামে
ভালোবাসা পাঠাতে চাই জান পরাণের নামে।

সহজ একটা কামে
ভিজলো শরীর ঘামে
ভালোবাসি লিখতে গিয়েই কলম কেন থামে?

সুপার একটা গামে
জুড়বে ডানে-বামে
সেই আশা কি পূর্ণ হবে এইনা ধরাধামে?

জীবনের সব দামে
ভালোবাসার নামে
অবশেষে পাঠিয়ে দিলাম হলুদ সেই খামে।
ভালোবাসা
ওয়াহিদ জামান


চোখ দুটি ছলছল
জল দেখি টলমল
এই বুঝি নামবে ঝর্ণাধারা,

দৃষ্টিতে ভালো লাগা
ভেবে ভেবে রাত জাগা
স্বপ্নালু মন তাই পাগলপারা।

কি খাওয়া কিযে নাওয়া
আনমনে গান গাওয়া
উস্কো খুস্কো আগোছালো সব,

সারাদিন শুয়ে শুয়ে
ছড়া কাটি কার হয়ে
ভালো লাগে বৃষ্টির ঝুমঝুম রব।

পাখিদের কিচির মিচির
ঘাসের ডগার ঐ শিশির
আরো চাই চাঁদনী রাতের আলো

এই আমার ভালোবাসা
প্রেম দিবো ঠাসা ঠাসা
দেখতে চাই তুমি- কতই ভালো।

ভালোবাসার কে মালিক
ময়না, টিয়া না শালিক?
জান-প্রাণ-পাখি বলে অনেকজন,

সৃষ্টিতে যিনি আমার
রূপ গড়লেন তিনি তোমার
তাই দিলাম তাকেই আমার এই মন।



সংকল্প
ওয়াহিদ জামান


আল্লার হুকুম মানবো সবাই
থাকবো ভালো কাজে,
মন্দ থেকে আসবো ফিরে
জীবনের সব সাজে।

নামাজ কায়েম করবো মোরা
রোযা করবো আদায়,
যাকাত দিবো গরীব-দুখির
মহৎ হবে হৃদয়।

ভালো কাজের দিবো আদেশ
নিষেধ খারাপ কাজের,
সম্পদ থাকলে মক্কায় গিয়ে
বলবো আমি হাজের।

আখিরাতে পাই যেন ভাই
জান্নাতের মহা সুখ,
দেখতে যেন না হয় মোদের
জাহান্নামের ঐ দুখ।
বই পড়
ওয়াহিদ জামান


হতে চাও বড়
বই তবে পড়
দেশের কল্যাণে নিজেকেই গড়ো।

নতুন নতুন বই
তোমরা গেলে কই
জ্ঞানের আলোয় সব আলোকিত হই।

কবিতা ছড়া
পড়া আর গড়া
ভাবনার সাগরে জ্ঞান ভেলায় চড়া।

উপন্যাস গল্প
প্রবন্ধ স্বল্প
ফিচার কলামে সাজাও রূপকল্প।

ফেসবুকে অগ্নিগিরি

সংবাদপত্র

পত্রিকার কলামসমূহ

বাংলা সাময়িকী

রবীন্দ্র রচনাবলী

নজরুল রচনাবলী

টেলিভিশন

জনপ্রিয় ওয়েবসাইট সমূহ

অনলাইন রেডিও