মায়ের জন্য
নার্গিস নাহার রুনু
পড়ে আছে তসবিহ মায়ের
জায়নামাজের পাটি,
মায়ের চশমা আতরদানি
পান সুপারির বাটি,
জন্ম নিলে মরতে হবে
এই কথাটাই খাঁটি।
আলমারিতে থরে থরে
পড়ে আছে শাড়ি,
তোমার হুলো খুঁজে বেড়ায়
তোমায় সারা বাড়ি,
ভাবিনি মা ছেড়ে যাবে
এত্তো তাড়াতাড়ি!
গাল ফুলিয়ে থাকে যে ভাই
ভাত খাবেনা বলে,
তোমার হাতে ভাত খাবে সে
শোবে আঁচল তলে,
তোমায় ছাড়া আমরা ক'জন
ভাসছি অথৈ জলে!
ঘুমায় না মা বাবা আমার
উদাস হয়ে ভাবে,
তোমার মতো সঙ্গিনী মা
কোথায় বলো পাবে?
তোমার স্মৃতির কফিন নিয়ে
দিন তো চলে যাবে!
তোমায় ছাড়া ক্ষণ কাটেনা
কেমনে মাগো ভুলি,
আদর সোহাগ ভালোবাসায়
রাখতে বুকে তুলি,
সারাবাড়ি আর পড়েনা
তোমার চরণধূলি।
সকল খানেই তোমার ছোঁয়া
দুঃখে পরাণ কাঁদে,
তোমার কাছে আসবো মাগো
হয়তো ক'দিন বাদে,
সবাই কে মা পড়তে হবে
মরণ নামের ফাঁদে।
হীরে মানিক মা জননী
যা গিয়েছে খোয়া,
দো'জাহানের মালিক যিনি
তাঁর কাছেতে দোয়া,
তুমি যেন মহান রবের
পাও রহমের ছোঁয়া।