সন্তানের সাথে ইনসাফ করুন
আসিফ সিবগাত ভুঁইয়া

আপনি যদি নিজের ছোটবেলা ঘেঁটে দেখেন তাহলে একটা ব্যাপার খেয়াল করবেন। ছোট শিশুরা যদি বড়দের কাছে প্রচণ্ড বকুনি বা  মারও খায় তবে সেটাতে তাৎক্ষণিকভাবে মন খারাপ করলেও  পরবর্তীতে ভুলে যাবে। যেটা সে মনে রাখবে সেটা হলো এই গালমন্দ! যদি সে অন্যায় কারণে পেয়ে থাকে। শিশুরা ছোটবেলা থেকেই সুবিচার ও অবিচারের পার্থক্য করতে পারে। তাই যদি আপনি তাকে অন্যায়ভাবে শাস্তি দিয়ে থাকেন অথবা যা করেছে তার চেয়ে বেশি দিয়ে থাকেন - আপনি নিজে পরবর্তীতে আপনার এই অন্যায় ভুলে যেতে পারেন - শিশুটি ফটোগ্রাফিক মেমরি দিয়ে মনে রাখবে। 

মায়ের জন্য
নার্গিস নাহার রুনু

পড়ে আছে তসবিহ মায়ের
জায়নামাজের পাটি,
মায়ের চশমা আতরদানি
পান সুপারির বাটি,
জন্ম নিলে মরতে হবে
এই কথাটাই খাঁটি।


মুক্তিযুদ্ধ বলতে আমরা সাধারণতঃ ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধকে বুঝে থাকি, যদিও সেটা আসলে মুক্তিযুদ্ধের একটি অধ্যায়, যা রক্তস্নাত, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্যায়, সে ব্যাপারে কোনও সন্দেহ নেই। মুক্তিযুদ্ধকে পেছনে সম্প্রসারিত করলে শত-শত বছর পূর্বেও নেওয়া যায়, অন্তত ১৭৫৭ সাল পর্যন্ত তো যেতেই হয়। তবে আলোচনার সুবিধার্থে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্থে ১৯৪৭ সাল থেকে তার সময় গণনা করা যেতে পারে। আর তা আজও চলমান।

ফেসবুকে অগ্নিগিরি

সংবাদপত্র

পত্রিকার কলামসমূহ

বাংলা সাময়িকী

রবীন্দ্র রচনাবলী

নজরুল রচনাবলী

টেলিভিশন

জনপ্রিয় ওয়েবসাইট সমূহ

অনলাইন রেডিও