সন্তানের সাথে ইনসাফ করুন
আসিফ সিবগাত ভুঁইয়া
আপনি যদি নিজের ছোটবেলা ঘেঁটে দেখেন তাহলে একটা ব্যাপার খেয়াল করবেন। ছোট শিশুরা যদি বড়দের কাছে প্রচণ্ড বকুনি বা মারও খায় তবে সেটাতে তাৎক্ষণিকভাবে মন খারাপ করলেও পরবর্তীতে ভুলে যাবে। যেটা সে মনে রাখবে সেটা হলো এই গালমন্দ! যদি সে অন্যায় কারণে পেয়ে থাকে। শিশুরা ছোটবেলা থেকেই সুবিচার ও অবিচারের পার্থক্য করতে পারে। তাই যদি আপনি তাকে অন্যায়ভাবে শাস্তি দিয়ে থাকেন অথবা যা করেছে তার চেয়ে বেশি দিয়ে থাকেন - আপনি নিজে পরবর্তীতে আপনার এই অন্যায় ভুলে যেতে পারেন - শিশুটি ফটোগ্রাফিক মেমরি দিয়ে মনে রাখবে।