আল্লাহ তায়ালা মানুষের আত্মিক পরিশুদ্ধির এক সুবর্ণ সুযোগ হিসেবে ইসলামের পঞ্চস্তম্ভের অন্যতম রোযাকে বান্দার জন্য নির্ধারণ করেছেন। রোযা মানুষের গুনাহমাফির মাধ্যমে নিষ্কলুষ ও নির্ভেজাল করে। রোযার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার গুনাহ মাফ করে দেন।
ফেরদৌসি রহমানের কণ্ঠে কাজী নজরুল ইসলামের এই গান রেডিওতে বেজে ওঠার সাথে সাথেই যেন ঘোষণা হয়ে যেত এক বিরাট আনন্দ উৎসবের। পাড়ায় পাড়ায় বাড়িতে বাড়িতে ধুম পড়ে যেত আয়োজনী কলরবের। জনে জনে মনে মনে শিহরণ চলতে থাকতো সেই আনন্দ বন্যার। দীর্ঘ সাওম সাধনা আর প্রতীক্ষার পর বাঁধভাঙা আনন্দের প্রধান ফটক যেন খুলে যেত ফেরদৌসির কণ্ঠ বেজে ওঠার মধ্যদিয়েই।