ঈদ : আমাদের ছেলেবেলা : আমাদের সংস্কৃতি
এম. সাইফুল আরেফীন
‘ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশীর ঈদ
তুই আপনাকে আজ বিলিয়ে দে শোন আসমানি তাকিদ...’
ফেরদৌসি রহমানের কণ্ঠে কাজী নজরুল ইসলামের এই গান রেডিওতে বেজে ওঠার সাথে সাথেই যেন ঘোষণা হয়ে যেত এক বিরাট আনন্দ উৎসবের। পাড়ায় পাড়ায় বাড়িতে বাড়িতে ধুম পড়ে যেত আয়োজনী কলরবের। জনে জনে মনে মনে শিহরণ চলতে থাকতো সেই আনন্দ বন্যার। দীর্ঘ সাওম সাধনা আর প্রতীক্ষার পর বাঁধভাঙা আনন্দের প্রধান ফটক যেন খুলে যেত ফেরদৌসির কণ্ঠ বেজে ওঠার মধ্যদিয়েই।