রমযানে এতেকাফ : গুরুত্ব ও তাৎপর্য
মাওলানা এ এইচ এম আবুল কালাম আযাদ
এতেকাফ আরবী শব্দ। ‘আকফ’ মূলধাতু থেকে গঠিত। আকফ শব্দের অর্থ হলো অবস্থান করা, স্থির থাকা, যেমন আল্লাহ তায়ালার বাণী “আর তোমরা তোমাদের স্ত্রীদের যৌন মিলন করো না যখন তোমরা মসজিদে এতেকাফে থাকো”। (সূরা বাকারা ১৮৭) আভিধানিক ভাবে কোনো বস্তুকে বাধ্যতামূলকভাবে ধারণ করা কিংবা কোনো বস্তুর ওপর নিজেকে দৃঢ়ভাবে আটকিয়ে রাখার নাম এতেকাফ।