ভাষা ও মাতৃভাষা আন্দোলন
আলী ছায়েদ
জন্মের পরই নবজাতকের প্রথম চিৎকার দিয়েই সে মাকে বলতে চায় আমি বলতে পারি। আমি ঠিক আছি। যখনই কোন শিশু ভূমিষ্ঠ হবার পর তার মুখ থেকে কোন চিৎকার শুনতে না পান তখনই ডাক্তাররা চিন্তায় পড়ে যান, কোন সমস্যা আছে কি না। ফলে যে করেই হোক তাকে চিৎকার করাতেই হবে এবং নব জাতককে বলতে বাধ্য করানো হয় সে ঠিক আছে কিনা। এটিই নব জাতকের ভাষা।