ছড়ানু-২
ওয়াহিদ জামান
কয়জনকে থামাবে তুমি
আর কত জন মারবে,
ফাঁসি দিয়ে আদর্শকে
থামাতে কি পারবে?
ওয়াহিদ জামান
কয়জনকে থামাবে তুমি
আর কত জন মারবে,
ফাঁসি দিয়ে আদর্শকে
থামাতে কি পারবে?
সুমাইয়ারা যুগে যুগে
জীবন দিতে পারবে,
আবু জেহেল লাহাবেরা
অবশেষে হারবে।
জীবন দিতে পারবে,
আবু জেহেল লাহাবেরা
অবশেষে হারবে।