সব ভালো - ভালো নয়
ওয়াহিদ জামান


ভালোর পাশে মন্দ থাকে
সব ভালো - ভালো নয়,
চক্ষু কর্ণ খোলা রেখে
সাবধানে চলতে হয়।

বাড়ির পাশে রাস্তা থাকলে
চলতে ফিরতে ভালো,
চারিপাশে থাকলে তবে
ভরবে ঘরে ধূলো।

বিজ্ঞ জনের পরামর্শ
অনেক কাজে লাগে,
বেশি হলে বিরক্তিতে
কাজ ছেড়ে সব ভাগে।

পড়ানো এবং থাপড়ানো
পার্থক্য নয় বেশি,
একটা থ-এর জন্য রে ভাই
হয় যে রেষারেষি।

সৎ-সততা সবার চাওয়া
ভালোর আশায় হয়তো,
সৎ-ও ভালো মা-ও ভালো
সৎ-মা তবে নয়তো।

ফেসবুকে অগ্নিগিরি

সংবাদপত্র

পত্রিকার কলামসমূহ

বাংলা সাময়িকী

রবীন্দ্র রচনাবলী

নজরুল রচনাবলী

টেলিভিশন

জনপ্রিয় ওয়েবসাইট সমূহ

অনলাইন রেডিও