বোশেখ সংস্কৃতি
ওয়াহিদ জামান


বোশেখ মানে বছর শুরু
নববর্ষ পালন,
বোশেখ মানে রবি নজরুল
বাউল সাধক লালন।

বোশেখ মানে পান্তা ইলিশ
চিংড়ি মাছের ভর্তা,
বোশেখ মানে ধুতির সাথে
পানজাবী গায় কর্তা।

বোশেখ মানে স্বল্প বসন
পাতলা শাড়ীর বাহার,
বোশেখ মানে ট্যাটু আঁকা
নষ্ট মনের আহার।

বোশেখ মানে ঢোল তবলা
বাঁকা বাঁশের বাঁশি,
বোশেখ মানে প্রেমিক যুগল
বসবে পাশাপাশি।

বোশেখ মানে মেলার নামে
জুয়া খেলার আসর,
বোশেখ মানে নগ্ন হাওয়া
শয়তান চ্যালার বাসর।

এই কি তাবে আসল বোশেখ
বর্ষ বরণ রীতি,
এই কি ছিল আকবরের সেই
বাংলা সনের নীতি।

বোশেখ ছিলো বকেয়া শোধ
পাওনাদারের হাসি,
বোশেখ ছিলো ফসল তুলে
হালখাতাতে চাষী।

সেই বোশেখের সংস্কৃতি
চুরি করল যারা,
জাতীর সাথে মুনাফেকী
শত্রু মোদের তারা।

এখন সময় জাগতে হবে
রুখতে তাদের ছলা,
সংস্কৃতি  ফিরবে তবে
উঁচু করে গলা।

ফেসবুকে অগ্নিগিরি

সংবাদপত্র

পত্রিকার কলামসমূহ

বাংলা সাময়িকী

রবীন্দ্র রচনাবলী

নজরুল রচনাবলী

টেলিভিশন

জনপ্রিয় ওয়েবসাইট সমূহ

অনলাইন রেডিও