চেয়ারের মান
ওয়াহিদ জামান
ব্যক্তি ভিসি
হারাক বিচি
দুঃখ নেইকো তাতে,
চেয়ারের মান
হলে খান খান
আঘাত লাগে জাতে।
শিক্ষা গুরু
দুরু দুরু
ভয়ে কাঁপে দেহ,
ছাত্র সমাজ
বিরুদ্ধে আজ
সঙ্গে নেইতো কেহ।
শিক্ষকেরা
দিশেহারা
বিবৃতি দেয় নিন্দার,
ক্ষমতা ঢের
পেলামতো টের
অভিনয়টা জিন্দার।
ছাত্র পেলে
চাঁপে ফেলে
দাপট দেখায় যারা,
সন্ত্রাসীদের
নগ্ন জিদের
সেলাম জানায় তারা ! ?
আহা ! লিঙ্গ হারা
লিঙ্গ হারা তারা।
ওয়াহিদ জামান
ব্যক্তি ভিসি
হারাক বিচি
দুঃখ নেইকো তাতে,
চেয়ারের মান
হলে খান খান
আঘাত লাগে জাতে।
শিক্ষা গুরু
দুরু দুরু
ভয়ে কাঁপে দেহ,
ছাত্র সমাজ
বিরুদ্ধে আজ
সঙ্গে নেইতো কেহ।
শিক্ষকেরা
দিশেহারা
বিবৃতি দেয় নিন্দার,
ক্ষমতা ঢের
পেলামতো টের
অভিনয়টা জিন্দার।
ছাত্র পেলে
চাঁপে ফেলে
দাপট দেখায় যারা,
সন্ত্রাসীদের
নগ্ন জিদের
সেলাম জানায় তারা ! ?
আহা ! লিঙ্গ হারা
লিঙ্গ হারা তারা।