জ্বর সর্দি মাথাব্যথা
ওয়াহিদ জামান


জ্বর জ্বর সারা গায়
কিছু ভালো লাগে না,
নাক জুড়ে সর্দিটা
কিছুতেই ভাগে না।

আহা ভার মাথাটা
টিপ টিপ ব্যথাযে,
শুয়ে কাটে দিন-রাত
মুড়িয়ে কাঁথাযে।

পরীক্ষা পরীক্ষা
ক্লাসে ও শরীরে,
প্রস্তুতি জিরো জিরো
চিন্তায় মরি রে।

দোয়া, দোয়া, দোয়া চাই
কই মোর প্রিয়জন?
ক্ষমা চাই, মাফ করো
আল্লাগো প্রতিক্ষণ।
ধর্ষণরাজ্যে ধর্ষিত ক্রিকেট
ওয়াহিদ জামান


আজব একটা রাজ্য
যেন ধর্ষণের বাণিজ্য।

ধর্ষণ করে মাকে
ধর্ষণ করে মেয়েকে
ধর্ষিত হয় বুড়ি
ধর্ষিত হয় ছুড়ি।

ধর্ষিত হয় ছাত্রী
ধর্ষিত হয় যাত্রী
ধর্ষিত হয় পাত্রী
ধর্ষণ হয় রাত্রি।

ধর্ষণ করে মাঠে
ধর্ষণ করে ঘাটে
ধর্ষণ করে আস্থায়
ধর্ষণ করে রাস্তায়।

ধর্ষিত হয় পুলিশ
ধর্ষিত হয় ফুলিশ
ধর্ষকরা সাংঘাতিক
ধর্ষিত তাই সাংবাদিক।

ধর্ষক কতো বেশী
ধর্ষিত হয় বিদেশী
ধর্ষিত বিশ্ব বিবেক
ধর্ষিত জাতীর আবেগ।

ধর্ষিত ক্রিকেট বোর্ড
ধর্ষিত ক্রিকেট কোর্ট
ধর্ষিত পুরো বিশ্ব
সবাই এখন নিঃস্ব।

বসবাস ধর্ষণের স্বর্গে
নীতি-নৈতিকতা তাই মর্গে।
ভয় নেই বাংলাদেশ
ওয়াহিদ জামান


মন খারাপ বাংলাদেশ
মন খারাপ আমার,
আইসিসি আর ভারত
সব শালা চামার।

আইসিসি পাল্টালো
ইন্টারন্যাশনাল নাম,
এখন করে শুধুই
ইন্ডিয়ানদের কাম।

আম্পায়ার সব লায়ার
করলি কিসের লোভ?
একবারও ভাবলি না
বিশ্ববাসীর ক্ষোভ।

প্রকাশ্য ডাকাতি
ছি ছি ইন্ডিয়া,
ধর্ষিত ক্রিকেটের
কই সেই জাঙ্গিয়া?

দূর্নীতির আগুনে
ওরা হবে নিঃশেষ,
সততা আছে তাই
ভয় নেই বাংলাদেশ।
অবিরাম যুদ্ধ
ওয়াহিদ জামান


জেগে গেছে বাংলাদেশী
জাগছে ক্রিকেটার,
ভারত চক্রের রেহাই নেইকো
জাগলে পিকেটার।

দেশকে ধ্বংসের স্বপ্ন তাদের
সফল হবার নয়,
রক্ত দিয়েছি আরো দিবো
করি নাতো ভয়।

বৃটিশ পালায় ব্যাবসা ছেড়ে

ব্যর্থ জীবন নিয়ে,
পাকসেনারাও গেলো চলে
অস্ত্র জমা দিয়ে।

ভারতীয় দালাল চক্রের
আর হবেনা ছাড়,
যেথায় পাবে সেথায় তাদের
মটকে দিবে ঘাড়।

যতই দাপট দেখাও তোমরা
একদিন হবে ক্ষয়,
অবশেষে নিশ্চয় দেখবে
মানবতার জয়।
ক্রিকেট যুদ্ধ
ওয়াহিদ জামান


বৃটিশ ছিলো দাদার শত্রু
খতম হয়ে গেছে,
ইস্ট ইন্ডিয়ার ব্যাবসাপাতি
নেইতো তাদের কাছে।

উর্দুভাষী পাকিস্তানী
বাবার শত্রু ছিলো,
যুদ্ধ শেষে হেরে গিয়ে
কদমে ফুল দিলো।

এখন আসছে ভারতীরা
নতুন শত্রু বেশে,
সীমান্তে লাশ সকাল দুপুর
ফেলছে হেসে হেসে।

অস্ত্র পাঠায় মাদক পাঠায়
অবৈধ পথ দিয়ে,
অপরাধীরা আশ্রয় পায়
ঐ সে ভারত গিয়ে।

তাইতো তারা মোদের শত্রু
বীর সেনানী জাগো,
লড়াই হবে ছক্কা-চারে
উইকেট ছেড়ে ভাগো।
মিথ্যার সাথে বসবাস
ওয়াহিদ জামান


মিথ্যা বলি প্রতিদিন
মিথ্যা শুনি প্রতিক্ষণ
মিথ্যা লিখি প্রতিনিয়ত
মিথ্যা পড়ি প্রতিমূহুর্তে।

মিথ্যার ছড়াছড়ি মোবাইলে
মিথ্যার গড়াগড়ি ফেসবুকে
মিথ্যার জড়াজড়ি পত্রিকার পাতায় পাতায়
মিথ্যার হুড়োহুড়ি টিভি সংবাদের পরতে পরতে।

মিথ্যা বলেন ছাত্র
মিথ্যা বলেন শিক্ষক
মিথ্যা বলেন প্রজা
মিথ্যা বলেন রাজা।

প্রেমের নামে মিথ্যা
সেবার নামে মিথ্যা
যেন সত্য গেছে পরবাস
তাই মিথ্যার সাথে বসবাস।

আমায় বোবা বানাও প্রভু
যেন মিথ্যা বলতে না পারি
যেন মিথ্যা পড়তে না পারি।

আমায় পঙ্গু করে দাও মালিক
যেন মিথ্যা লিখতে না পারি
যেন মিথ্যার ডাকে স্তব্ধ থাকি।

আমাকে বধির করে দাও
যেন মিথ্যা না শুনতে হয়
মিথ্যা আর ভালো লাগেনা।


শুধু চোখ দুটি ভালো রেখো মাবুদ
চোখতো আর মিথ্যা দেখেনা
ক্ষমা করো, বাঁচাও, বাঁচাও, বাঁচাও।
জিতে গেছে বাংলাদেশ
ওয়াহিদ জামান


জিতে গেছে মোর বাংলাদেশ
জিতে গেছি আমি,

একই সাথে জিতলো রুবেল
উইকেট অনেক দামী।

জিতে গেছে আমার আবেগ
জিতলো চোখের পানি,
জিতে গেলো ব্যর্থ হওয়া
তামিমের ক্যাচ খানি।

মাহমুদুল্লাহ মাহমুদুল্লাহ
সেঞ্চুরিয়ান তুমি,
লিখালে নাম ইতিহাসে
ধন্য বাংলার ভূমি।

জিতে গেছে মাশরাফি ভাই
ত্যাগী ক্রিকেট নেতা,
ধন্যবাদ দেই সবাইকে তাই
যাদের জন্য জেতা।

বাংলার বাঘ হালুম করে
ঘেউ ঘেউ করেনা,
বিশ্ব মাঝে উঁচু মাথা
কাউকে ছাড়ে না।


ফেসবুকে অগ্নিগিরি

সংবাদপত্র

পত্রিকার কলামসমূহ

বাংলা সাময়িকী

রবীন্দ্র রচনাবলী

নজরুল রচনাবলী

টেলিভিশন

জনপ্রিয় ওয়েবসাইট সমূহ

অনলাইন রেডিও