শীতকাল
ওয়াহিদ জামান


কুয়াশার চাদরে ঢেকে যায় ভোর,
চোখ থেকে কাটেনা ঘুমেরই ঘোর।
ঘাসের ডগায় থাকে শিশিরের দল,
কচুর পাতায় দেখ পানি টলমল।
মিষ্টি মিষ্টি রোদে সূর্যের উঁকি,
দাদার সাথে ঐ খোকা আর খুকি।
আলসেমি ভর করে পুকুরপাড়ে,
আগে ডুব দিয়ে কেউ জাড়টা ঝাড়ে।
সন্ধ্যায় বাড়ি বাড়ি হরেক পিঠা,
মায়ের হাতে তৈরি, কতই মিঠা!
গাছগুলো হয়ে যায় উদোম ন্যাড়া,
অতিথি পাখিরা জাগায় পাড়া।
সবজিতে ভরে ঐ ফসলের মাঠ,
এই হলো শীতকালের রূপেরই পাঠ।

ফেসবুকে অগ্নিগিরি

সংবাদপত্র

পত্রিকার কলামসমূহ

বাংলা সাময়িকী

রবীন্দ্র রচনাবলী

নজরুল রচনাবলী

টেলিভিশন

জনপ্রিয় ওয়েবসাইট সমূহ

অনলাইন রেডিও