শীতকাল
ওয়াহিদ জামান


কুয়াশার চাদরে ঢেকে যায় ভোর,
চোখ থেকে কাটেনা ঘুমেরই ঘোর।
ঘাসের ডগায় থাকে শিশিরের দল,
কচুর পাতায় দেখ পানি টলমল।
মিষ্টি মিষ্টি রোদে সূর্যের উঁকি,
দাদার সাথে ঐ খোকা আর খুকি।
আলসেমি ভর করে পুকুরপাড়ে,
আগে ডুব দিয়ে কেউ জাড়টা ঝাড়ে।
সন্ধ্যায় বাড়ি বাড়ি হরেক পিঠা,
মায়ের হাতে তৈরি, কতই মিঠা!
গাছগুলো হয়ে যায় উদোম ন্যাড়া,
অতিথি পাখিরা জাগায় পাড়া।
সবজিতে ভরে ঐ ফসলের মাঠ,
এই হলো শীতকালের রূপেরই পাঠ।
দেশপ্রেম
ওয়াহিদ জামান

দেশকে ভালোবাসি সবাই
সত্যি ভালোবাসি,
দেশের মানুষ থাকুক সুখে
ফুটুক মুখে হাসি।

দেশের প্রতি ভালোবাসা
ঈমানেরই অঙ্গ,
তাইতো আমি চাইযে সদা
দেশপ্রেমিক সঙ্গ।

দেশের মাটি দেশের বাতাস
দেশের আলোতে,
ভালোবাসা অব্যাহত
আপন গতিতে।

দেশের তরে দিতে পারি
জীবন বিলিয়ে,
দেশপ্রেমটা আমার মনে
আছে ছড়িয়ে।

ভালোবাসা
অনেক ভালোবাসা
অকৃত্রিম ভালোবাসা
অফুরন্ত ভালোবাসা
ধন্যবাদসবাইকে সকাল থেকেঅনেকেই ফোন দিয়েছেনকেউ কেউ তোফোন দিয়ে কেঁদেফেলেছেন কারো হাত-পাকেঁপে উঠেছে, কারোবাঅন্তর আর কেউকেউ তো রাগেইচ্ছে মতো গালিদিয়েছে গালিগুলো দেখেঅনেক আগের একটাঘটনা মনে পড়ছে২০০৬ কিংবা ২০০৭,বাংলাদেশ বনাম পাকিস্তানেরক্রিকেট খেলা আমরাপাশের এক বাসায়টিভিতে খেলা দেখতেগেছি সবাই বাংলাদেশেরসাপোর্টার একজন ছাড়াসুতরাং তার উপরক্ষেপে আছে সবাইএক পর্যায়ে আমিতাকে জিজ্ঞেস করলাম- তুই ক্যান পাকিস্তানসাপোর্ট করলি? সেঅভিমানের সুরে জানালো- বাংলাদেশকে সাপোর্ট করলেতো বাংলাদেশ জিতেনা, তাই পাকিস্তানকে সাপোর্টকরছি যাতে বাংলাদেশজিতে তখন বুঝলাম- তার ভালোবাসা আমাদেরমতো সস্তা নাসে শুধু ভালোবাসেনা, জিতানোর জন্য চিন্তাওকরেআজকের এই গালিগুলো তেমনি ভালোবাসাপূর্ণ। আরেক বার ধন্যবাদ তাদের জন্য। আগে বুঝিনি এত মানুষ আমাকে ভালোবাসে, তাও এতটা?
সে যাইহোক, মরতে কিন্তু হবেই। হয় আজ না হয় কাল। হয়তো একসিডেন্টে নয়তো রোগেভূগে, কিংবা বয়সের ভারে নূয়ে নূয়ে। কিন্তু আমি এ ধরণের কোন মৃত্যু চাই না। চাই- শাহাদাত। তবে জান্নাতের লোভে বা সওয়াবের ধান্দায় নয়, আল্লাহকে ভালোবেসে। দোয়া করবেন সবাই।
কালাম ভাই
ওয়াহিদ জামান


এক পা আগে থাকে এক পা পরে,
হাটুটা ভাঁজ করে রুকুটা সারে।
ছোট-বড় মিশিয়ে কেরাতটা ধরে,
স্বাভাবিকের চেয়ে একটুখানি জোরে।
রাত তার যায় কেটে স্টাডি রুমে,
সকালটা পার করে শুধু ঘুমে ঘুমে।
আমায় পেলে দেখায় সিংহের সাহস,
অন্যকে বলে না কিছু হয় যদি নাখোশ।
তোমরা কি জানতে চাও কে সেই জন,
কালাম ভাই বলে ডাকে আমায় এই মন।
বিজয় একাত্তর
ওয়াহিদ জামান


অস্ত্র রেখে জনে জনে
পাকসেনাদের সমর্পণে
ষোলই ডিসেম্বর প্রহরে
বিজয় এলো একাত্তরে।

আকাশ জুড়ে বিজয় নিশান
কুলি, মজুর কিংবা কিষাণ
মিছিল করে মুক্তিসেনা
জীবন দিয়ে দেশটা কেনা
লাখ শহীদের রক্তক্ষয়ে
আমরা এলাম স্বাধীন হয়ে।

সেই বিজয়কে স্মরণ করে
স্মৃতিসৌধ ফুলে ভরে।

ফেসবুকে অগ্নিগিরি

সংবাদপত্র

পত্রিকার কলামসমূহ

বাংলা সাময়িকী

রবীন্দ্র রচনাবলী

নজরুল রচনাবলী

টেলিভিশন

জনপ্রিয় ওয়েবসাইট সমূহ

অনলাইন রেডিও