অন্যরকম স্বপ্ন ও ভালবাসা
আশরাফ উদ্দীন আহমদ
বাসটা অকস্মাৎ বিশ্রী একটা শব্দ করে দাঁড়ালো পৌরসভার প্রধান গেইটের মুখে। কয়েকজন যাত্রীর সাথে বাস থেকে নেমে ডাকঘর মোড়ের দক্ষিণ দিকের রাস্তা ধরে সোজা যেতে থাকে পরীবানু। অর্জুন গাছের মাথায় দুপুরের রোদ খেলা করছে, কয়েকটা কাক কা-কা করে ডেকে যাচ্ছে। পৌরসভার গেইটের মাথায় দুটো শালিক বসে আছে। পরীবানু এখন হাঁটছে, কাঁধে তার একটা পুটলি জাতীয় কিছু, এলোমেলো শাড়ির আঁচল বাতাসে খেলা করছে।