ছড়ানু-১
ওয়াহিদ জামান

মাঝে মাঝে মাঝরাতে
আকাশের আঙিনাতে
খুঁজেছি তোমায়,

পাইনি চাঁদের দেশে
পাইনি তারার বেশে
ভুলেছো আমায়।

তুমি
ভুলেছো আমায়?
জিরো ফিগার গরু
ওয়াহিদ জামান


গরু এবার
জিরো ফিগার
ঈদুর আযহার আগে,

মুটকি গরু
হইছে সরু
দেখতে সেইরম লাগে।

গত বারের
মোটা ষাড়ের
দাম ওঠেনি তাই,

কম খেয়েছে
জিম করেছে
চর্বি এখন নাই।

স্লিম ফিগার
ফিল্ম ফিগার
গরুর কত বাহার,

সে কি জানে
জীবন দানে
হবে কাদের আহার।
গাছ বন্ধু
ওয়াহিদ জামান


জনে জনে লাগাও গাছ
বিলাও আরো দু’টি,
সুন্দর হবে পরিবেশ
জুটবে রুজি-রুটি।

ফলজ, বনজ, ঔষধি গাছ
রোপণ করো সবে,
সবুজ হবে চারিপাশ
কীর্তি তোমার রবে।

অকারণে আর কেটোনা
গাছ-গাছালী যতো,
সকাল সন্ধ্যা জপছে তারা
তাসবীহ অবিরত।

একটা কেটে দুইটা লাগাও
দরকার যদি পড়ে,
গাছই তোমার বন্ধু হবে
বিপদ-আপদ, ঝড়ে।

ফেসবুকে অগ্নিগিরি

সংবাদপত্র

পত্রিকার কলামসমূহ

বাংলা সাময়িকী

রবীন্দ্র রচনাবলী

নজরুল রচনাবলী

টেলিভিশন

জনপ্রিয় ওয়েবসাইট সমূহ

অনলাইন রেডিও